পরলোকে প্রফেসর ড. সৌরেন বিশ্বাস

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড.সৌরেন বিশ্বাস আর নেই। গত মঙ্গবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্বও পালন করেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা স্মরণযোগ্য।

ভর্তি পরীক্ষায় যে ‘শিল্পীকোটা’ ছিল, তিনি তার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থিয়েটার’ এর অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। ২০০৬ সালে ইবসেন মৃত্যুশতবার্ষিকী উদযাপন পরিষদচট্টগ্রামের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন ড. সৌরেন বিশ্বাস। এ উপলক্ষে তাঁর নেতৃত্বে গঠিত হয়। তিনি ছিলেন একজন নাট্যকর্মী ও সংগঠক।

পূর্ববর্তী নিবন্ধরেখা চক্রবর্তী
পরবর্তী নিবন্ধসাগরে এক টানে জালে ধরা ৯২ মণ ইলিশ, ২০ লাখে বিক্রি