পরলোকে জাতীয় পার্টি নেতা তপন চক্রবর্তী

| বুধবার , ২৮ জুলাই, ২০২১ at ১১:৪৪ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, পার্টির চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম লোকনাথ ব্রহ্মচারী সেবক পরিষদের প্রতিষ্ঠাতা-সভাপতি মুক্তিযোদ্ধা তপন চক্রবর্ত্তী (৭০) গত সোমবার রাত ৮টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার ভোররাতে আনোয়ারা উপজেলার পাটানীকোটাস্থ নিজ গ্রামে কৈলাস তীর্থ ধামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা মোরশেদ মুরাদ ইব্রাহীম, সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী ও মাহজাবীন মোরশেদ, পার্টির সাংগঠনিক সম্পাদক অলিউল্লাহ চৌধুরী মাসুদ, কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দীন ছিদ্দিকী, নগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের, চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, জন্মাষ্টমী পরিষদ দক্ষিণ জেলার সভাপতি শিল্পপতি বাবুন ঘোষ বাবুল, সাধারণ সম্পাদক ঝুন্টু চৌধুরী, শিবু প্রসাদ দত্ত, অধ্যাপক ভবরঞ্জন বণিক প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক এজাজ ইউসুফীর বড় ভাইয়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধসাবেক জেলা নাজির আমিরুলের ইন্তেকাল