পরলোকে চবির প্রাক্তন শিক্ষক প্রফেসর পরিতোষ রায়

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর পরিতোষ রায় (৭৮)গতকাল বুধবার সকালে ভারতের বেনারসে রামকৃষ্ণ মিশন হাসপাতালে পরলোক গমন করেন। তিনি চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের বিবেকানন্দ বিদ্যার্থী ভবনে সুদীর্ঘকাল তিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মোহাম্মদ জহির উদ্দিন
পরবর্তী নিবন্ধশামসুল উলুম মছিহিয়া সুন্নিয়া মাদ্রাসায় ছবক অনুষ্ঠান