পরলোকে চবি সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইন্দ্রজিৎ কুণ্ডু

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

চবি সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইন্দ্রজিত কুণ্ডু গতকাল শুক্রবার দুপুর ২:৪৫ টায় নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী কবি সীমা কুণ্ডু, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে তাঁর কফিনে গতকাল ৬ টা থেকে ৬:৪৫ টা পর্যন্ত সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বালুয়ার দীঘি শ্মশানে তাঁর মরদেহ সৎকার করা হয়। প্রফেসর ইন্দ্রজিৎ কুণ্ডুর মৃত্যুতে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। উপাচার্য ও উপউপাচার্যগণ শোক বার্তায় প্রফেসর ড. ইন্দ্রজিৎ কুণ্ডুর বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহমদ ছাবের
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আওয়ামী নেতা মনসুর আলী গ্রেপ্তার