পরমাণু নিরস্ত্রীকরণের দাবি ছাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত কিম

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১:১০ অপরাহ্ণ

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার দেশকে পরমাণু অস্ত্র ত্যাগে জোরাজুরি বন্ধ করে তাহলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। খবর বিডিনিউজের। তবে নিষেধাজ্ঞা তুলতে উত্তর কোরিয়া কখনোই তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার পরিত্যাগ করবে না, কিম এসব বলেছেন বলে সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে। ব্যক্তিগতভাবে, আমার এখনও মার্কিন প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের সঙ্গে মধুর স্মৃতি রয়েছে, রোববার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে উত্তর কোরীয় নেতা এ কথা বলেন। ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে তিনবার বৈঠক হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, কিম যুক্তরাষ্ট্রের সঙ্গে বসার ক্ষেত্রে এমন সময়ে শর্ত দিলেন যখন দক্ষিণ কোরিয়ার নতুন উদারপন্থি সরকার ট্রাম্পকে কিমের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর লাগাম হাতে নিতে বলছে।

নিষেধাজ্ঞা ও পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে মতপার্থক্যে ছয় বছর আগে পিয়ংইয়ংওয়াশিংটন আলোচনা ভেস্তে গিয়েছিল। যুক্তরাষ্ট্র যদি আমাদের পরমাণু অস্ত্র ত্যাগ নিয়ে তার অযৌক্তিক আকাঙ্‌ক্ষা বাদ দেয় ও বাস্তবতা মেনে নেয় এবং সত্যিকারের শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তাহলে তাদের সঙ্গে না বসার কোনো কারণ নেই, বলেছেন কিম।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.৫৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপাশাপাশি বসে কথা-করমর্দন, আবার একসঙ্গে প্রকাশ্যে ট্রাম্প-মাস্ক