বইয়ের সাথে কাটুক সময়
বই হোক নিত্যসাথি
বইয়ের আলোয় আঁধার কাটে
জ্বলে হাজার বাতি।
বইয়ের আলোয় আলোকিত হয়
কচিকাঁচার মুখ
বইয়ের আলোয় খোকাখুকুর
খোলে জ্ঞানের চোখ।
বইয়ের ছোঁয়ায় ছোট্ট শিশু
মানুষ হয়ে ওঠে
বইয়ের ছোঁয়ায় নতুন কুঁড়ি
পুষ্প হয়ে ফোটে।
বই শিশুদের সুপ্ত প্রতিভা
জাগিয়ে দিতে পারে
বই শিশুদের মনের মাঝে
নতুন জগৎ গড়ে।
বই মানুষের সেরা বন্ধু
জগতকে দেয় নাড়া
মানুষ বড়ই রিক্ত নিঃস্ব
বইয়ের সঙ্গ ছাড়া।
বিশ্ববাসী নানানভাবে
ঋণী বইয়ের কাছে
বইয়ের আলোয় বাঁচে মানুষ
সভ্যতাটাও বাঁচে।