চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানসহ পুরো পরিষদের মেয়াদ আজ ৫ বছর পূর্ণ হচ্ছে। দায়িত্ব গ্রহণের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পরেও জেলা পরিষদের বর্তমান প্রতিনিধিরাই বহাল থাকছেন। জেলা পরিষদ আইন অনুসারে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ার ছয় মাস আগে করতে হয়। এরইমধ্যে জেলা পরিষদ নির্বাচন আয়োজনের নির্ধারিত ৬ মাস শেষ হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করার কোনো অনুরোধ পায়নি।
স্থানীয় সরকার বিভাগ থেকে জানা গেছে, জেলা পরিষদ আইনে সংশোধন আসছে। জাতীয় সংসদে ওই সংশোধনী পাস হওয়ার পরই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে নয়। সুতরাং চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আরো সময় লাগবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নির্বাচন কমিশন আগামী ১৪ ফেব্রুয়ারি বিদায় নিচ্ছে। তাদের পক্ষে আর কোনো নির্বাচন আয়োজন সম্ভব নয়। নতুন নির্বাচন কমিশন আসলে তাদের নেতৃত্বেই চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় মেয়াদ শেষ হওয়ার পরেও জেলা পরিষদে আগের নির্বাচিত প্রতিনিধিরাই বহাল থাকতে পারেন।
এদিকে জেলা পরিষদ সমূহের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বর্তমান পরিষদ কর্তৃক দায়িত্ব পালনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ১৬ জানুয়ারি উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে বলা হয়- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদ সমূহের মেয়াদ পরিষদের প্রথম সভার তারিখ হতে ৫ বছর। তবে পরবর্তী পরিষদ প্রথম সভায় মিলিত না হওয়া পূর্ববর্তী দায়িত্ব পালন করতে পারবে।
এই ব্যাপারে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা আজাদীকে জানান, চট্টগ্রাম জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানসহ আমাদের পূর্ণ পরিষদের (২০ সদস্যের) নির্বাচন হয়েছিল ২০১৬ সালের ২৮ ডিসেম্বর। আর নির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২১ জানুয়ারি। সেই হিসেবে ২১ জানুয়ারি আমাদের (চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যানসহ আমাদের পূর্ণ পরিষদের) ৫ বছর পূর্ণ হচ্ছে। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ১৬ জানুয়ারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে- বর্তমান পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর চট্টগ্রামের ১৫টি কেন্দ্রে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আবদুস সালাম ও ২০ সদস্য নির্বাচিত হন। তবে নির্বাচনের আগে জেলা পরিষদের চেয়ারম্যান ও ৬ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
চট্টগ্রাম জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্যরা হলেন- ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, ৪ নম্বর ওয়ার্ডের রেহেনা বেগম চৌধুরী এবং ৫ নম্বর ওয়ার্ডের শাহিদা আক্তার জাহান। ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আ ম ম দিলসাদ, ৩ নম্বর ওয়ার্ডের আফতাব খান, ৪ নম্বর ওয়ার্ডের জাফর আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের শওকত আলম শওকত, ৬ নম্বর ওয়ার্ডের ড. মাহমুদ হাসান, ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউনুছ, ১০ নম্বর ওয়ার্ডের দেবব্রত দাশ, ১১ নম্বর ওয়ার্ডের আবু আহমেদ চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডের মো. জসীম উদ্দীন এবং ১৫ নম্বর ওয়ার্ডের আনোয়ার কামাল।