আজ সোমবার (২৬ রজব ১৪৪৩ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র এ রজনী। ইসলাম ধর্মমতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ৫১ বছর বয়সে মিরাজের ঘটনা ঘটে। মহান আল্লাহ পৃথিবী থেকে রাসুল (সা.)-কে বিশেষ বাহনের (বোরাক) মাধ্যমে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান, জান্নাত-জাহান্নাম পরিদর্শন করান। নবী করিম (সা.)-এর মিরাজের রাতের এই ঘটনা স্মরণে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবে মেরাজ পালন করেন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, পবিত্র শবে মেরাজ ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে আজ বেলা দেড়টায় (বাদ জোহর) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘পবিত্র শবে মেরাজ’-এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিদের এতে অংশ নিতে ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।
বলুয়ার দিঘীর পাড় খানকা : আজ নগরীর বলুয়ার দিঘীর পাড়স্থ খানকায়ে কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়াবিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মিরাজুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হবে। রাত ৯ টায় এশার নামাজের পর পবিত্র কোরআন মজিদ তেলোওয়াত, পবিত্র নাতে রাসূল (দ.), পবিত্র খতমে গাউছিয়া শরীফ এবং পবিত্র লাইলাতুল মিরাজুন্নবী (দ.) মহামান্বিত রজনীর উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশবরেণ্য উলামায়ে কেরামগণ পবিত্র মিরাজুন্নবী (দ.) এর নফল নামায। এর পর রয়েছে সালাতু-সালাম বিশেষ মোনাজাত। রাত ২ টায় জামায়াতের তাহাজ্জুতের ১২ রাখাত নামাজ, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাতএ সকল কর্মসূচিতে সকল পীর ভাই-বোন-ভক্ত-অনুরক্তদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য খানকায় শরীফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
কাগতিয়া আলীয়া দরবার : বায়েজিদ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে আজ ৬৯তম পবিত্র মিরাজুন্নবী (দঃ) মাহফিল ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা ছৈয়্যদ গাউছুল আজমের (রাঃ) পবিত্র সালানা ওরছে পাক অনুষ্ঠিত হবে। দিনরাত ব্যাপী গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কোরআন ও তাহ্লীল, পবিত্র মিরাজুন্নবী (দঃ) ও দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম (রাঃ)’র জীবনী শীর্ষক আলোচনা, নূরে কোরআন বিতরণ, তাবাররুক বিতরণ, মিলাদ-কিয়াম ও আখেরী মোনাজাত।