পবিত্র কোরআনে রয়েছে শান্তির রূপরেখা

বায়েজিদ কাগতিয়া দরবারে মাহফিলে ছৈয়্যদ মুনির উল্লাহ্‌

| বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

আল কোরআন মানব জাতির জন্য মহান আল্লাহ পাকের বিশেষ রহমত এবং প্রিয় নবীজির সর্বশ্রেষ্ঠ মুজেজা। পবিত্র কোরআনের পরতে পরতে রয়েছে হেদায়তময় শান্তির রূপরেখা। কোরআন পড়লেও সাওয়াব, শুনলেও সওয়াব। কোরআনময় পৃথিবী গড়ার জন্য প্রিয় রাসুল (দ.) রক্ত, অশ্রু ও ঘাম মোবারক ঝরিয়েছেন। ফলশ্রুতিতে দ্বীনের এমন সুমধুর রূপ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় নবীজির হুবহু পদাঙ্ক অনুসরণ করে ইতিহাসে যারা স্মরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তাদের মধ্যে হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর নাম লিপিবদ্ধ থাকবে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে নগরীর বায়েজিদের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে অনুষ্ঠিত ঈছালে ছাওয়াব ও পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া দরবার শরীফের অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্‌ এসব কথা বলেন। তিনি আরও বলেন, হযরত গাউছুল আজম (রা.) এমন এক নেয়ামত দিয়ে গেছেন যার শোকর কখনো শেষ করার নয়। প্রতি বছর পবিত্র রমজান মাসে এ মাহফিল অনুষ্ঠিত হয়। যার জন্য বছরের শুরু থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়। দেশে বিদেশে সকলেই এ খতমে কোরআনে অংশগ্রহণ করে। রমজানের পবিত্রতাকে আরো মনোমুগ্ধকর করে তোলে খতমে কুরআনের এমন আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজারী লেইনে আইপিএল জুয়া বন্ধে মানববন্ধন
পরবর্তী নিবন্ধফরচুন মলে স্ট্রাইপের শো-রুম উদ্বোধন