পবিত্র আশুরা : ন্যায় ও সত্য প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

আজ পবিত্র আশুরা। পবিত্র মহররম মাসের ১০ তারিখ। ইসলামের ইতিহাসে একটি শোকাবহ দিন। শুধু ইসলাম নয় আসমানী কিতাবসমূহের অনুসারীদের কাছে এদিনটি খুবই তাৎপর্যপূর্ণ। কিতাবীদের কাছে প্রাচীনকাল থেকে মহররম মাসটি পবিত্র হিসাবে বিশেষ মর্যাদা বহন করে আসছে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে বিশেষ বিশেষ ঐতিহাসিক স্মরণীয় ঘটনার সাক্ষী এই মাসটি। তবে সবকিছু ছাপিয়ে মুসলমানদের কাছে এদিনটি মূলত একটি শোকাবহ দিন, বেদনার দিন। কেননা সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে ৬১ হিজরীর এদিনে নবী মুহাম্মদএর দৌহিত্র হুসাইন ইবনে আলী নির্মমভাবে শহীদ হয়েছিলেন কারবালার মরুপ্রান্তরে। এছাড়াও ইসলামের ইতিহাসে এই দিনটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। বলা হয়, এই দিনে আসমান ও যমিন সৃষ্টি করা হয়েছিল। এই দিনে পৃথিবীর প্রথম মানুষ আদম (.)কে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে আল্লাহ নবীদেরকে স্ব স্ব শত্রুর হাত থেকে আশ্রয় প্রদান করেছেন। এই দিন নবী মুসাএর শত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে দেয়া হয়। নূহএর কিস্তি ঝড়ের কবল হতে রক্ষা পেয়েছিলো। এই দিনে দাউদএর তাওবা কবুল হয়েছিলো, নমরূদের অগ্নিকুণ্ড থেকে ইব্রাহীম উদ্ধার পেয়েছিলেন; আইয়ুব দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত ও সুস্থতা লাভ করেছিলেন; এদিনে আল্লাহ তা’আলা ঈসাকে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়েছেন। প্রচলিত আছে যে এই তারিখেই কেয়ামত সংঘটিত হবে।

হিজরী ৬০ সনে এজিদ বিন মুয়াবিয়া, পিতার মৃত্যুর পর নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসাবে ঘোষণা করে। ইয়াজিদ মদিনার গভর্নরকে তাৎক্ষণিকভাবে হুসাইন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আনুগত্য (বায়াত) আদয়ের জন্য নির্দেশ দেয়। কিন্তু হুসাইন ইবনে আলী তা প্রত্যাখ্যান করে। কারণ, শাসক হিসাবে সে ছিল স্বৈরাচারী ও অত্যাচারী। ইমাম হুসাইন এজিদের আনুগত্য করতে অস্বীকৃত হন এবং ইসলামের সংস্কারের লক্ষ্যে মদীনা ছেড়ে মক্কা চলে আসেন। অপরদিকে কুফাবাসী যারা মুয়াবিয়ার মৃত্যু সম্পর্কে অবগত ছিল তারা চিঠির মাধ্যমে তাদের সাথে যোগ দেওয়ার জন্য হুসাইনকে অনুরোধ করেন এবং উমাইয়াদের বিপক্ষে তাকে সমর্থন প্রদান করে। প্রত্যুত্তরে হুসাইন চিঠির মাধ্যমে জানান যে অবস্থা পর্যবেক্ষণের জন্য তিনি মুসলিম ইবনে আকীল কে পাঠাবেন। যদি তিনি তাদের ঐক্যবদ্ধ দেখতে পান যেভাবে চিঠিতে বর্ণিত হয়েছে সেরূপ তবে দ্রুতই যোগ দিবেন, কারণ একজন ইমামের দায়িত্ব হচ্ছে কুরআন মজিদের নির্দেশনা অনুসারে কাজের আঞ্জাম দেওয়া, ন্যায়বিচার সমুন্নত করা, সত্য প্রতিষ্ঠিত করা এবং নিজেকে স্রষ্টার নিকট সঁপে দেওয়া। তিনি সদলবলে পরিবার পরিজন নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে হুসাইন খবর পান যে আকীলকে কুফায় হত্যা করা হয়েছে। খবরটি জানতে পেরে অধিকাংশ সঙ্গী তাকে ছেড়ে চলে যায় নিকটাত্মীয়রা ছাড়া। নিশ্চিত মৃত্যু ও পরিবারের সমূহ বিপদ জেনেও তিনি শেষ পর্যন্ত কারবালার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় উমর ইবনে সাদ আবি ওক্কাসের নেতৃত্বে ৪ হাজার সৈন্য কারবালায় প্রবেশ করে। কয়েক ঘণ্টা পর শিমার ইবনে জিলজুশান মুরাদির নেতৃত্বে আরো বহু নতুন সৈন্য এসে তার সাথে যোগ দেয়। কারবালায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং যুদ্ধ শুরু হয়। এই অসম শিমার নিজে ইমাম হুসাইনের কণ্ঠদেশে ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যা করে। এবং তাঁর ৭২ জন সঙ্গী শাহাদৎ বরণ করেন। যুগে যুগে মুসলিমসহ বিভিন্ন ধর্মাবলম্বীরা মহররমের ১০ তারিখকে বিভিন্নভাবে পালন করে আসছে। বাংলাদেশসহ এশিয়া উপমহাদেশের মুসলমানরা এদিনটিকে গুরুত্বের সাথে পালন করে থাকে।

এজিদ কেবল ইসলামের প্রাথমিক যুগের সৃষ্টি নয়, যুগে যুগে তাদের জন্ম। আশুরা আমাদের এযুগের এজিদদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়। শিক্ষা দেয় অন্যায় ও মিথ্যার প্রতি মাথা নত না করার। এ পবিত্র দিনে আমাদের প্রার্থনা আমরা যেন সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিজেকে সমর্পণ করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে