পবিত্র আশুরা উপলক্ষে ইছানগর যুব সংঘের শরবত বিতরণ

আজাদী অনলাইন | বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ১২:৫৭ অপরাহ্ণ

পবিত্র আশুরা আজ। কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে শরবত বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের বিএফডিসি সড়কে ধর্মপ্রাণ মুসলমান, পথচারী ও সাধারণ মানুষের উদ্দেশ্য এ কর্মসূচি নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শাহ আলম সওদাগর, সরোয়ার উদ্দিন কাজল, ফেরদৌস ওয়াহিদ, শামসু উদ্দিন রুবেল, মাহমুদুল হক সুমন, আজীম আলী বাদল।

আরো উপস্থিত ছিলেন ইছানগর যুব সংঘ ক্লাবের সভাপতি শাহরিয়ার মাসুদ, সহ সভাপতি জাহেদ হাসান, সাধারণ সম্পাদক রাজু আহমদ, যুগ্ম সম্পাদক আজগর আলী পাপন, প্রচার ও দপ্তর সম্পাদক সেকান্দর হোসেন, কোষাধ্যক্ষ জাহেদুল ইসলাম ও ক্লাবের অন্যান্য সদস্য বৃন্দ।

পবিত্র আশুরায় কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’ দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে এ দিনটি গুরুত্বের সঙ্গে পালন করেন মুসলমানরা।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে ৫ ভাগ পাহাড়ি কোটা পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধকোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিমের জানাজায় মানুষের ঢল