সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২ সিজনের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজন। ভারতের বাইরেও দর্শকদের মন জয় করে নিয়েছেন দু’জনে। খবর বাংলানিউজের। কিছুদিন আগেই লন্ডনে লাইভ কনসার্টে গেয়েছেন এই জুটি। তাদের সঙ্গে আরও ছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর ১২ সিজনের অন্য দুই প্রতিযোগী সাইলি কাম্বলে ও মোহম্মদ দানিশও।
শোনা যাচ্ছে, শিগগিরই হায়দরাবাদের একটি কনসার্টে গাইবেন অরুণিতা-পবনদীপ। এরপর উড়ে যাবেন কানাডা। সমপ্রতি অরুণিতা-পবনদীপের এক ফ্যান পেজ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে ভিসার কাজ চলছে। এরপরই কানাডায় গান শোনাতে যাবেন তারা।