চট্টগ্রামে পদবী ও গ্রেড উন্নয়ন দাবিতে টানা পনেরো দিনের কর্মবিরতি আন্দোলন শেষে ফের কাজে যোগ দিয়েছে তৃতীয় শ্রেণির কর্মচারীরা। এতে আবারো বিভিন্ন দপ্তরের প্রশাসনিক সেবা কার্যক্রম স্বাভাবিক হয়েছে। গতকাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীদের কাজে যোগদানের মধ্য দিয়ে এ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এর আগে গত ১৫ নভেম্বর থেকে চলে আসা টানা পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি ৩০ নভেম্বর শেষ হয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামসহ সারাদেশে এ কর্মবিরতি পালন করা হয়েছে। তবে মন্ত্রীর আশ্বাস ছাড়া আন্দোলনরতদের দাবির বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। বাকাসস চট্টগ্রামের সভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী গতকাল আজাদীকে বলেছেন, আমাদের দাবি পূরণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বুধবার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে মন্ত্রী মহোদয় দাবি পূরণের ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন। উনি এ ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাতে এক সপ্তাহের সময় চেয়েছেন। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব।