পদ্মা সেতুর ছড়া

এমরান চৌধুরী | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

দেশের গর্ব দশের গর্ব পদ্মা সেতু
থাকলে অমত পষ্ট করে জানাও হেতু।

দেশকে যদি ভালোবাসো ওসব ছেড়ে
যাও উড়িয়ে সবুজ কেতন দু’হাত বেড়ে।

স্লোগান ধরো দাও মাতিয়ে পদ্মা-পাড়া
মরচে ধরা সব পাঁজরে পড়ুক সাড়া।

বিশ্ববাসী জানুক আবার আমরা পারি
জয়োল্লাসে দিতে পারি সাগর পাড়ি।

বাঁশের লাঠি তাক করে যে লড়তে পারে
নিজের ঘামে তারাই সেতু গড়তে পারে।

একাত্তরে সবিস্ময়ে বিশ্ববাসী
দেখেছিল বীর বাঙালির মুক্ত-হাসি।

ঠিক তেমনি পদ্মা সেতু সবার চেতন
না পছন্দের সিঁড়ি ভেঙে উড়াও কেতন।

পূর্ববর্তী নিবন্ধতুমি কি হারো
পরবর্তী নিবন্ধপদ্মা সেতু