বাংলাদেশ রেলওয়ের জন্য চীন থেকে কেনা ১৫টি নতুন রেল কোচ চট্টগ্রামে পৌঁছেছে। এসব কোচ বাংলাদেশ রেলওয়ের ঢাকা থেকে যশোর রুটের পদ্মা সেতু রেল প্রকল্পে চলাচল করবে।
সূত্র জানিয়েছে, প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল করবে। এজন্য ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে। চীনের চায়না রেলওয়ে গ্রুপ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় চীন থেকে ১০০টি কোচ আমদানি করা হবে। এরমধ্যে প্রথম চালানের ১৫টি কোচ গতকাল চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খালাস করা হয়েছে।
আগামী জুনের মধ্যে ১০০টি কোচ দেশে পৌঁছাবে। চীনের তিয়ানজিন বন্দর থেকে আসা কোচগুলো চট্টগ্রাম থেকে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে এসব কোচ পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা যশোর রুটে যাত্রী পরিবহন করবে।