লোহাগাড়া উপজেলায় এক শিক্ষককে মারধরের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। গত মঙ্গলবার পদুয়া ইউনিয়নের মাঝের দোকান এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাদের ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।মানববন্ধনে বক্তব্য দেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবছার আহমেদ, যুবলীগ নেতা ইউনুচ বাহাদুর, সাবেক ইউপি সদস্য মুহাম্মদ আলী নেওয়াজ, ডা. ফজলুল হক হিরু, আলী আহমদ, জয়নাল আবেদীন, শিক্ষক মাওলানা মো. মঈনুদ্দিন, মো. জাকারিয়া, শিক্ষার্থী মো. ফাহিম ও মো. জুবাইর। পুলিশ জানায়, ১০ জানুয়ারি দুপুরে আল হেদায়া ইসলামিক একাডেমির অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষক মাওলানা মো. জিয়াউল হককে মারধর করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় তার মেয়ে লিমা আক্তারও (১৬) আহত হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।