রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক মাহাবুব আলম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মৃতি সংসদের উদ্যোগে প্রস্তুতি সভা গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
রাজার হাট আওয়ামী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সহ সভাপতি ডা. মোহাম্মদ জসীম উদ্দিন। সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বদির সঞ্চালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মাস্টার মোহাম্মদ রফিক, বীর মুক্তিযোদ্ধা ডা. অঞ্জন বিশ্বাস, মোহাম্মদ সেলিম উদ্দিন, রমজান আলী, মোহাম্মদ কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, সঞ্জয় দে ভুট্টো, প্রভাত বড়ুয়া, মো. বাদশা মিয়া, ছাত্রনেতা প্রিয়তোষ কান্তি দে, মোহাম্মদ সুমন, মো. এরশাদ, প্রদীপ চৌধুরী, কাজল দাশ, মোহাম্মদ মামুন প্রমুখ। সভায় আগামী ২৯ জুলাই প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকীতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।











