লোহাগাড়ায় খুরশিদা আক্তার (৪৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার ভোরে পদুয়া ইউনিয়নের নয়া পাড়ায় এ ঘটনা ঘটে। খুরশিদা ৬ সন্তানের জননী। তিনি ওই এলাকার মৃত আবদুন নবীর মেয়ে ও উপজেলার আধুনগর ইউনিয়নের আখতারিয়া পাড়ার প্রবাসী আবদুর শুক্কুরের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন খুরশিদা। সপ্তাহ খানেক আগে চিকিৎসার জন্য পদুয়ায় বাপের বাড়িতে যান। ঘটনার দিন সকলের অগোচরে ছাদের বিমের সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন খুরশিদা। সকালে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। তবে আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেননি কেউ।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল লিপিবদ্ধ করে। কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।