একুশে পদক প্রাপ্ত, পদার্থ বিজ্ঞানী, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব, চবি পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ১৭ আগস্ট রাত পৌনে ১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তিনি রাউজানের উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামের কৃতী সন্তান। তাঁর মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ শুক্রবার বেলা ২ টায় ঢাকা ধর্মরাজিক মহাবিহারে ১ম শোকসভা, আগামীকাল শনিবার বেলা ১ টায় কাতালগঞ্জ নব পণ্ডিত বিহারে ২য় শোকসভা এবং ২০ আগস্ট রবিবার বেলা ২ টায় রাউজানের নিজ গ্রাম আবুরখীলে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ নেতা পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক প্রকাশ করেছেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির, সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের, প্রফেসর রীতা দত্ত, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথের, বৌদ্ধ সমিতির সভাপতি অজিত রঞ্জন বড়ুয়া, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ফজল আহমদ, লায়ন সুজিত কুমার দাশ, ভানুরঞ্জন চক্রবর্তী, লিয়াকত হোসেন, বাবুল কান্তি দাশ, সজল কান্তি চৌধুরী, সুরেশ দাশ, জয়শ্রী পাল প্রমুখ।