পদত্যাগের কথা ‘ভাবছেন’ ড. ইউনূস : বিবিসি বাংলাকে নাহিদ

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৬:৩৭ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’ তার সঙ্গে হঠাৎ সাক্ষাত করে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বরাতে এমন খবর দিয়েছে বিবিসি বাংলা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন নাহিদ ইসলাম। খবর বিডিনিউজের।

নানা ধরনের গুঞ্জনের মধ্যে এদিন সন্ধ্যা ৭টার পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান নাহিদ। আধা ঘণ্টার বিষয় সময় ধরে চলা এ সাক্ষাতের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে’ আলাপ করেন। এদিকে ওই বৈঠকের পর নাহিদকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে এনসিপি আহ্বায়ককে জানিয়েছেন। এতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা কাজ করতে পারবেন নাএমন শঙ্কা তিনি নাহিদ ইসলামের কাছে প্রকাশ করেছেন। তবে নাহিদ প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মত সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন।

নাহিদের বরাতে বিবিসি লিখেছে, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজ সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গেছিলাম। স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারিযে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার। কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমিতো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।’

যমুনা থেকে নাহিদ চলে যাওয়ার কিছুক্ষণ পর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের একজন সদস্য বলেন, ‘তাদের এমন সাক্ষাৎ প্রায়ই হয়ে থাকে। কাজের প্রয়োজনে এটা ওনারা বিভিন্ন সময় করে থাকেন।’

পূর্ববর্তী নিবন্ধব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় : মাহফুজ
পরবর্তী নিবন্ধবর্ষার আগেই ডেঙ্গুর চোখ রাঙানি