পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:২৮ অপরাহ্ণ

সেনাবাহিনীর সঙ্গে এক বিতর্কিত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্ষমতায় পুনর্বহালের মাত্র কয়েক সপ্তাহ পরই সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গত অক্টোবরে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর মি. হামদককে গৃহবন্দী করেছিল। কিন্তু যার নেতৃত্বে সেনা অভ্যুত্থান হয়, তার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর তাকে প্রধানমন্ত্রী পদে পুনর্বহাল করা হয়। সম্পূর্ণ বেসামরিক শাসনের দাবিতে চলমান বিক্ষোভে অংশগ্রহণকারীরা চুক্তিটি প্রত্যাখ্যান করে। গত রোববার তার পদত্যাগের দিনে খার্তুমে দিনভর বিক্ষোভ হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে ওই বিক্ষোভের সময় কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। খবর বিবিসি বাংলার।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে ২৮.৬৯ কোটি টাকা লেনদেন
পরবর্তী নিবন্ধরেহামের গাড়ি লক্ষ্য করে গুলি