সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক ঘুরতে এসে জঙ্গলে পথ হারানো তিন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার বিকেলে ইকোপার্কের জঙ্গলের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বনিক (৩৫) ও আলাউদ্দিন (৩৬) নামে সোনালী ব্যাংক নোয়াখালী শাখার তিন কর্মকর্তা গতকাল শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক ঘুরতে আসেন। তারা পার্কের ভেতরে গভীর জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করলে পথ হারানো পর্যটকদের উদ্ধারে ইকোপার্কে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠান। তারা টানা ১ ঘণ্টা ইকোপার্কের পাহাড়ে অভিযান চালিয়ে গহীন জঙ্গল থেকে তিন পর্যটককে উদ্ধার করেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, পর্যটকরা ঝর্ণা দেখতে যাওয়ার সময় পথ হারিয়ে ইকোপার্কের গহীন জঙ্গলে ঢুকে পড়েন। বিষয়টি তিনি জানার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। টানা এক ঘণ্টার অভিযানে তিন পর্যটককে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পর্যটকরা জানান, তারা পাহাড়ের আঁকাবাঁকা পথ হাঁটটে হাঁটতে গভীর জঙ্গলে চলে যান। এক পর্যায়ে ফিরে আসার সময় তারা পথ হারিয়ে ফেলেন। কোন পথ দিয়ে আসবেন তা তারা অনুমান করতে না পারায় তাদের এ সমস্যায় পড়তে হয়। শেষে ৯৯৯ ফোন করার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে।