পথ‌শিশুরা আমাদের প‌রিবারেরই অংশ : সি‌নিয়র দায়রা জজ জান্নাতুল ফেরদৌস

| রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১০:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনাল-৪ এর বিচারক ‌সি‌নিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফের‌দৌস ব‌লে‌ছে‌ন, পথশিশুরা অপরা‌ধী হ‌য়ে জন্ম নেয় না, তা‌দের রক্ষা কর‌তে হ‌বে। পথ‌শিশুরাও আমা‌দের প‌রিবা‌রের অংশ, তারা আমা‌দের নিকট আত্মীয়। তা‌দের পা‌শে থাকা আমা‌দের দা‌য়িত্ব। সমা‌জের এক‌টি অংশ বাদ দি‌য়ে ভা‌লো থাকা‌ যায় না। য‌দি তা‌দের জীবন মান উন্নয়‌নে কাজ ক‌রা যায় তাহ‌লে সমা‌জে অ‌নেক অপরাধ ক‌মে যা‌বে।

র‌বিবার (২৩ মার্চ) বিকা‌লে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথ শিশু কল্যাণ পরিষদের উদ্যোগে ১ শ অসহায় পথশিশুদের মাঝে ঈদবস্ত্র, ইফতার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

সি‌নিয়র জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেন‌দৌস ব‌লেন, শুধু আ‌মি ভা‌লো আ‌ছি, ভা‌লো থাক‌বো তা‌তে শা‌ন্তি নাই। আশপা‌শের মানুষ‌কেও ভা‌লো রাখ‌তে হ‌বে। আমা‌দের সবাই‌কে পবিত্র মাহে রমজানের সর্বোত্তম মূল্যায়নের মাধ্যমে তাকওয়া অর্জনের চেষ্টা করা উ‌চিত। হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথ শিশু কল্যাণ পরিষদের এই উ‌দ্যোগ প্রশংসার দাবি রা‌খে। সকল বিত্তবানদের উ‌চিত সমা‌জের অসহায় পথশিশুদের কল্যাণে এভা‌বে এগিয়ে আসা।

চট্টগ্রাম হাজী জরিফ আলী লিগ্যাল এইড ও পথ শিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান ও প্রশাস‌নিক ট্রাইব‌্যুনা‌লে বি‌শেষ পি‌পি এডভোকেট মোঃ জালাল উদ্দিন পারভেজের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লায়ন সায়মা সুলতানা ও সদস্য এডভোকেট মোঃ তৌহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় এ‌তে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহ্বায়ক এডভোকেট মকবুল কাদের চৌধুরী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের সদস্য সচিব ডাঃ খুরশীদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূইয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো চীফ সাংবাদিক মোহাম্মদ শাহ নেওয়াজ, আইনজীবী সমিতির এডহক কমিটির সদস্য মোঃ রফিক আহমদ, এড. মোহাম্মদ শামসুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা লিগ্যাল এইড কমিটির আহ্বায়ক এড. মোঃ ফৌজুল আমিন চৌধুরী, নগর উন্নয়ন কমিটি (সিডিএ) এর সদস্য রোটারিয়া মোঃ জসিম উদ্দীন চৌধুরী, আইনজীবী সমিতির সাবেক এজিএস এডভোকেট মোহাম্মদ মঈনউদ্দিন, ডক্টরস এসোসিয়েশনের বাংলাদেশ চট্টগ্রাম শাখার সিনিয়র জয়েন্ট সেক্রেটারি ডাঃ মোহাম্মদ ঈসা চৌধুরী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী জরিফ আলী লিগ্যাল এইড, চট্টগ্রাম এর নিবার্হী পরিচালক এডভোকেট জিন্নাত আমিন লিমা, হাজী জরিফ আলী মেমোরিয়ার চেরিট্যাবল ট্রাস্ট চট্টগ্রাম এর বোর্ড সদস্য এডভোকেট মীর মোহাম্মদ আজমগীর, মোহাম্মদ ফয়সাল আলম, মোহাম্মদ মাঈনউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা