মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সংস্কার প্রবাহমান, স্বল্প মেয়াদি, দীর্ঘ মেয়াদি বলে কিছু নেই। জনমণে সরকার যদি কোন ধোঁয়াশা তৈরি করেন তাহলে সরকারের প্রতি মানুষের একটা অনাস্থা তৈরি হবে। কারণ সরকারের প্রতি জনগণের সমর্থন রয়েেেছ তাদের কাছে জনগণ এটা প্রত্যাশা করে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে গত ১৬ মার্চ পাহাড়তলী গার্লস স্কুল মাঠে খুলশী ও আকবর শাহ থানা যুবদলের উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলশী থানা যুবদলের সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলালের সভাপতিত্বে ও যুবদল নেতা মুনছুর আহমেদ মোহনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শাহজাহান কবির শাহীন, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, শাহজালাল পলাশ, জহিরুল হক টুটুল, মোহাম্মদ সাগির, শাখাওয়াত কবির সুমন, আরসি মল্লিক, ইউনুস মুন্না, জামাল হোসেন, মো. লেদু, ইব্রাহীম খলীল সবুজ, মো. শরীফ, ইব্রাহিম হোসেন সাদ্দাম, পেয়ার আলী, জামশেদ হোসেন ফয়সাল, রাহাত মাহমুদ, মো. সামিউল, মো. রাসেল, জাহাঙ্গীর, সুমন, খাদেম, দেওয়ান হায়দার, জেসিন সুমন, জাহিদ হোসেন প্রমুখ।