দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানবিক সেবামূলক সংগঠন হাসির উদ্যোগে গত ৫ জুন জামাল খান মোড়সহ নগরীর বিভিন্ন স্পটে পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় সংঠনটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন, আবদুন নুর আইছুব, রাসেল, সাইফ উদ্দীন তৌহিদ, তাসিন, মারুফ, মুন্না, আবির, সামি, ফারদিন, ইরফান, সিয়াম, তাসনিম, রায়হান প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৪ সনের ৫ জুন চট্টগ্রামের কিছু নিবেদিতপ্রাণ মানবিক যুব তরুণের উদ্যোগে গড়ে ওঠে ‘হাসি’। সমাজসেবা ও জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংগঠনের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা তরুণ সমাজকর্মী মুহাম্মদ মোছলেহ উদ্দীন মুন্নাসহ আরও কিছু যুব–তরুণ। করোনাকালে হাসির স্বেচ্ছাসেবীরা নানাভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। যার ধারাবাহিকতা এখনো চলমান। করোনার সময় চট্টগ্রামে গড়ে ওঠা হাসপাতালগুলোতে ফ্রি ওষুধ ও স্যালাইন সরবরাহ, প্রায় প্রতিদিনই চট্টগ্রামের নানা স্থানে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, ঘরে ঘরে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ, এমনকি কক্সবাজার জেলার টেকনাফেও ‘হাসি’ মানবিক কাজের স্বাক্ষর রেখেছে। সেখানে ফ্রি চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ, ওষুধ বিতরণ করেছে হাসির বন্ধুরা। প্রেস বিজ্ঞপ্তি।