‘পথ দেখায় রাউজান অনুসরণ করে অন্যরা’

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রায় দুই যুগ ধরে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন নতুন কর্মসূচি নিয়ে দেশ জুড়ে আলোচিত হয়েছেন। তিনি প্রায় এক বছর আগে নিজ উপজেলার বিভিন্নস্থানে বঙ্গবন্ধুর একশটি ম্যুরাল স্থাপন করেছেন। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্বলিত বিভিন্নস্থানে বিলবোর্ড স্থাপন করে রেখেছেন। দেশ ও সমাজের কল্যাণে নেয়া তাঁর নানা কর্মসূচি এখন সারাদেশে আলোচিত ও প্রশংসিত। এখন এসব কর্মসূচি অনুসরণ করার চেষ্টা করছেন দেশের অনেক জনপ্রতিনিধি।

জানা যায়, গত ১৭ এপ্রিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অধীনস্থ স্থানীয় সরকার বিভাগ (ইউনিট-১) থেকে সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের প্রতিটি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক, বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিলবোর্ড স্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে। সরকারিভাবে এখন প্রজ্ঞাপন জারি করা হলেও রাউজানে একাজ সম্পন্ন করা হয়েছে অনেক আগেই।

স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, বঙ্গবন্ধুর ম্যুরাল উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ভবন, পৌরসভা, প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্কুল কলেজ, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এখন শোভা পাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা প্রবাল চৌধুরীসহ গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন ইউনিয়নে সড়কের নামফলক রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সদস্য সুমন দে এ প্রসঙ্গে বলেছেন রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর অনেক কর্মসূচি এখন অনেক সাংসদ অনুকরণ করছেন।

তারা নিজেদের এলাকায় এসব কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টায় আছেন। জানা যায়, রাউজানের সাংসদের কয়েকটি ব্যতিক্রমী কর্মসূচির মধ্যে রয়েছে একঘন্টায় ৪ লাখ ৮৭ হাজার গাছের চারা রোপন, চারদিন পায়ে হেঁটে গোটা রাউজান ঘুরে এলাকার মানুষের সুখ দু:খের খবর নেয়া, উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দুপুরের টিফিন দেয়া, রাষ্ট্রপতির হাত দিয়ে শিক্ষার্থীদের হাতে উন্নতমানে টিফিন বঙ প্রদান, বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের নামে জনকল্যাণমুখী স্থাপনা নির্মাণ, উপজেলার প্রতিটি ইউনিয়নে দলের নামে জায়গা খরিদ করে বহুতল ভবন নির্মাণ।

এসব ভবনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের জন্য ফ্লোর বরাদ্দ করার মত অনেক কর্মসূচি সফলভাবে সমাপ্ত করেছেন রাউজানের এই সাংসদ। এই আওয়ামী লীগ নেতার অভিমত রাউজান পথ দেখায় অন্যরা তা অনুসরণ করেন। এ কারণে রাউজানবাসী গর্বিত।

পূর্ববর্তী নিবন্ধএবার দুর্নীতি মামলায় সু চিকে ৫ বছরের জেল
পরবর্তী নিবন্ধঈদের ছুটিতে কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে