নগরীর পতেঙ্গা আউটার রিংরোড এলাকায় দ্রুতগামী যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক মানসিক প্রতিবন্ধী নারী। গতকাল শুক্রবার রাত আটটার দিকে রিং রোডের মুসলিমাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, ‘শুক্রবার রাত নয়টার সময় পতেঙ্গা থানা পুলিশ মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত মহিলাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই মহিলা মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছে পুলিশ। বয়স আনুমানিক ৫৫ বছর। কোন দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারাতে পারেন। তবে গাড়িটি চিহ্নিত করা সম্ভব হয়নি। হাসপাতালে আনার পর দেখা গেছে, মহিলার হাত পা ভাঙা, নাকে দিয়ে রক্ত ঝরছে।’