পতেঙ্গায় সাইলো খাল পরিচ্ছন্নতা অভিযান

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৭ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গায় মশার প্রজনন ধ্বংসে পরিবেশবান্ধব ওষুধ ছিটানোর পাশাপাশি বিভিন্ন খাল পরিস্কার অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সাইলো খাল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সকালে খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন ৪০নং নবনির্বাচিত কাউন্সিলর আবদুল বারেক। এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুক হালিম, হাজী নুরুল আবসার, জাবের আহাম্মদ, মুহাম্মদ শওকত হোসাইন, নাজিম উদ্দীন, সালাউদ্দীন, মেহেরাজ তৌসিফ, এস কে আরমান প্রমুখ। এসময় কাউন্সিলর বারেক বলেন, প্রতিদিন ৮-১০ হাজার টাকার ভর্তুকি দিয়ে দায়িত্ব গ্রহণের আগে থেকে জনগণের সেবায় মাঠে নেমে পড়েছি। মশার উপদ্রপ থেকে ওয়ার্ডবাসীকে রক্ষা করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিদিন ১০ জন পরিচ্ছন্নকর্মী বিভিন্ন এলাকায় গিয়ে মশার ওষুধ ছিটাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি প্রণয় কান্তির দর্শনজুড়ে রয়েছে দেশপ্রেম ও মানবপ্রেম
পরবর্তী নিবন্ধসরকারের নির্দেশনা অনুসারে পরীক্ষা ক্লাস অব্যাহত থাকবে