পতেঙ্গায় রফিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

পতেঙ্গায় আলহাজ্ব রফিকুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যেগে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় সি স্টার ক্লাব ২-১ গোলে হাজ্বী আবদুল গনী স্মৃতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২৪ মার্চ রাতে পতেঙ্গার আলহাজ্ব হাফিজুর রহমান স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম আব্দুল লতিফ। নুরুল হুদা কন্ট্রাক্টরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর শাহানুর বেগম। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, নুর মুহাম্মদ, শাহাদাৎ হাসান, আব্দুর রহিম, আলী আকবর চৌধুরী, ক্যাপ্টেন নিজাম উদ্দিন, নাসির আহমেদ, রেফারী তৈয়ব আলী, আহবায়ক হাসান, সাইফুল, রাশেদ, রেজাউল, জসিম উদ্দিন, মঞ্জুর আলম, সালাউদ্দিন, নিজাম জয়নাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবস কারাতে-কাতা প্রতিযোগিতা সম্পন্ন