পতেঙ্গায় ফরিদ ফুটবল একাডেমি কাপে জেবি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি কাপ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে গ্রীনবেল স্কুলকে ১০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম জেবি স্পোর্টিং ক্লাব। গতকাল রোববার চরপাড়া বালির মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ১৬টি দলে পতেঙ্গার প্রায় ৩০০জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের অভি। সেরা গোলদাতা হন গ্রীনবেল স্কুলের জিবাদ। খেলায় পুরস্কার বিতরণ করেন ফরিদ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও সি লাইসেন্সধারী ফুটবল কোচ ফরিদ। খেলা পরিচালনা করেন রেফারী সমিতির সদস্য পতেঙ্গার কামাল হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘এ’ দলের অধিনায়ক অঙ্কন
পরবর্তী নিবন্ধপুঁইছড়ি ও বৈঁলছড়ি ইউনিয়ন একাদশ ফাইনালে