পতেঙ্গায় তেলবাহী ওয়াগন দুর্ঘটনা : সেই বাস চালক আটক

আজাদী অনলাইন | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১২:২৫ অপরাহ্ণ

পতেঙ্গার ইপিজেডের সাউথ ইস্টার্ন ট্যাংক টার্মিনালের সামনে রেলওয়ে তেলবাহী ওয়াগন ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় বাস চালক খোরশেদ আলম খোকনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

রোববার (১২ মার্চ) রাতে ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, রোববার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে বাস চালক খোরশেদ আলম খোকনকে আটক করা হয়েছে।

এর আগে ৬ মার্চ রাত ৯টার দিকে চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে খালি ট্রেন তেলের জন্য মেঘনা ডিপোতে যাচ্ছিল।

রাস্তা ক্রস করার সময় বাসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যাল না থেমে দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি উল্টে গিয়ে ট্রেনের পয়েন্টস ম্যান আজিজুল হকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধইমরানের সমাবেশকে কেন্দ্র করে লাহোরে আবারও ১৪৪ ধারা
পরবর্তী নিবন্ধবান্দরবানে ৯ জন ‘জামায়াতুল আনসার’ সদস্য গ্রেপ্তার