পতেঙ্গায় জুয়া খেলার সময় আটক ২২

আজাদী অনলাইন | শনিবার , ৫ জুন, ২০২১ at ৫:৪১ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়ার উপকরণসহ ২২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।
আজ শনিবার (৫ জুন) এ তথ্য জানান মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা। বাংলানিউজ
আটকরা হলো আব্দুল সবুর(৩৮), মো. জাহাঙ্গীর আলম(৩৮), মো. মোর্শেদ আলম(২৮), মো. মামুনুর রশিদ(২৯), মো. ইব্রাহীম(৩২), মো. মান্নান(৪৬), মো. আব্দুর রহিম(৪২), মো. ইকবাল(৪৪), নুরুল ইসলাম বিপ্লব(৪২), মো. ওসমান গনি(২৪), মো. ইদ্রিস (৪৫), মো. রুবেল(২৮), মো. নুরুল আনোয়ার(৫৫), মো. ফখরুদ্দিন(২৩), মো. আবুল কাশেম(৪০), মো. হালিম(৪০), মো. রানা(২৫), মো. তৌহিদ আফ্রিদি(১৮), মিটন দাশ(২৮), সোহরাব হোসেন(৩৭), মো) সোহেল(২২), মো. সাইফুল(১৮)।
নোবেল চাকমা বলেন, “শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পতেঙ্গা থানার সী-বীচ চরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে জুয়া খেলার সময় হাতেনাতে ২২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ৩১ হাজার ৪৪০ টাকা এবং ১৪ প্যাকেট তাস। সবকিছু যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৪৭
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত ২