পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য এলাকায় কাজুবাদাম চাষের আওতা বাড়াতে বিনামূল্যে কৃষকদের চারা বিতরণ ও প্রশিক্ষণ প্রদানের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একসময় পাহাড়ে কাজুবাদামের ফলন হলেও বিক্রি করার সুযোগ হতো না। এখন কাঁচা কাজুবাদাম বিক্রি করার সুযোগ তৈরি হয়েছে। এতে উদ্যোক্তারা যেমন কাঁচা কাজুবাদাম সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন তেমনি কৃষকেরাও উৎপাদিত পণ্য বিক্রি করার খাত পেয়েছেন।
গতকাল বৃহস্পতিবার নগরীর পতেঙ্গার ডেইলপাড়ায় দেশের প্রথম সমন্বিত কাজুবাদাম কারখানা পরিদর্শনে গিয়ে মন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন।
২০১৬ সালে দেশে কাজুবাদাম প্রক্রিয়াজাতের প্রথম সমন্বিত কারখানা গড়ে তোলেন উদ্যোক্তা শাকিল আহমেদ। কারখানাটির নাম ‘গ্রিনগ্রেইন কেশিও প্রসেসিং ইন্ডাস্ট্রি’। কারখানায় প্রায় ৬০ জন নারী কর্মী কাজ করছেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী কারখানার চত্বরের এক পাশে কাজুবাদাম গাছের চারা রোপণ করেন। এ সময় কারখানার সহ উদ্যোক্তা ইকরাম মোরশেদ সহ অতিথিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।