পতেঙ্গার বালু ব্যবসায়ী আলমগীর হত্যা রহস্য উন্মোচন

আজাদী অনলাইন | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৩:২০ অপরাহ্ণ

অবশেষে পতেঙ্গা এলাকার বালু ব্যবসায়ী আলমগীরের হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ। নগরীর ইপিজেড খেজুর তলা এলাকায় অভিযান চালিয়ে ৫ তরুণকে গ্রেফতারের মাধ্যমে বের হয়ে আসে হত্যাকাণ্ডের রহস্য। আদালতে দেয়া স্বীকারোক্তিতে তরুণরা দাবি করেছে, অশ্লীল আচরণে ক্ষিপ্ত হয়ে তারা আলমগীরকে হত্যা করেছিলো।

ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া দৈনিক আজাদীকে বলেন, দীর্ঘদিন ধরে এসব তরুণদের সাথে উঠা-বসা ছিল বালু ব্যবসায়ী আলমগীরের। ঘটনার দিন ১৮ ডিসেম্বরও নাঈমসহ তার অন্যান্য বন্ধুদের সাথে আলমগীর অশ্লীল আচরণ করে। শেষ পর্যন্ত তারা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে লাশ সাগরে ফেলে দেয়। এমনকি হত্যাকাণ্ডের পরদিন ভোরে তারা আবার ঘটনাস্থলে গিয়ে লাশের অবস্থাও দেখে আসে।

নিখোঁজের একদিন পর ইপিজেড থানা পুলিশ পতেঙ্গা উপকূল থেকে বালু ব্যবসায়ী আলমগীরের লাশ উদ্ধার করে। প্রথম পর্যায়ে বেওয়ারিশ লাশ হিসাবে ধরা হলেও পরবর্তীতে তার পরিবার আলমগীরকে শনাক্ত করে। এ ঘটনায় নিহত আলমগীরের ছেলে বাদী হয়ে ইপিজেড থানায় হত্যা মামলা দায়ের করেছিলো।

পূর্ববর্তী নিবন্ধআহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলা ‘রাজনৈতিক চক্রান্ত’
পরবর্তী নিবন্ধদেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬৭