নগরীর পতেঙ্গাস্থ মহাজনঘাটা দীপিকা সংঘের কার্যালয়ে শ্রীশ্রী লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সংগঠনের উপদেষ্টা উত্তম শীলের সভাপতিত্বে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ–সাধারণ সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন ও সহ–হিসাব নিরীক্ষা সম্পাদক সুমন কান্তি শীল।
স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাবার্ষিকী কমিটির সভাপতি সুজন কুমার শীল ও সাধারণ সম্পাদক সৈকত মহাজন সাজু। সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের কার্যকরি সদস্য সমীর মহাজন লিটন। আরো বক্তব্য রাখেন সুজন মজুমদার মণি, কার্তিক চন্দ্র নাথ, অরুপ শীল, বাবুল চৌধুরী, দুলাল হাওলাদার, তাপস সিকদার, ধ্রুব শীল ও পল্লব শীল। শেষে অতিথিবৃন্দ আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য বার্ষিক অনুষ্ঠানের প্রচার কার্যক্রম উদ্বোধন করেন। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালার ব্যাপক সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।