পতেঙ্গায় পুলিশের ওপর হামলায় আরও ১০ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩ মার্চ, ২০২৫ at ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মব সৃষ্টি করে হামলা এবং মোবাইল, মানিব্যাগ, ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার দিনগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে দুইজনকে এ ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আগের দুইজন এবং শনিবার রাতে গ্রেপ্তার ১০ জনএরাই পরিকল্পিতভাবে এসআই ইউসুফ আলীকে হেনস্তা করেছিল। তারা মূলত ছিনতাইকাজে জড়িত এবং মাদকসেবী।

জানা গেছে, গত শুক্রবার দিনগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে চেকপোস্টের দায়িত্বে থাকা উপপরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোরচিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতকারীদের ঘটনাস্থলে জড়ো করে। পরে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপপরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করে। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুইজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় জাল টাকাসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধফেব্রুয়ারিতে রেমিটেন্স এল ২৫৩ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৭%