পতেঙ্গায় জেলেদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

| সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

সামনে ইলিশ মাছ ধরার মৌসুমে পতেঙ্গা জেলেপাড়ার জেলেরা নির্ভয়ে কাজ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা গতকাল রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুধির বাবু জলদাস। এতে প্রধান অতিথি ছিলেন সহকারি পুলিশ কমিশনার জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম, নগর বিএনপির সদস্য হাজী মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক সহসভাপতি মোহাম্মদ আবু জাফর, ৪০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী হারুন কোম্পানি, সাবেক সাধারণ সম্পাদক মনজুর কাদের ও সাবেক প্রচার সম্পাদক গিয়াস উদ্দিন। এতে প্রধান অতিথি বলেন, দেশে ইলিশের পরিমাণ বাড়াতে দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিষেধাজ্ঞার সুফলতা সম্পর্কে সচেতনতা বাড়াতেও কাজ করেছে প্রশাসন। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের চাল দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাগরে যাতে জেলেরা নির্বিঘ্নে মাছ শিকার করতে পারে এ জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। দেশের জলসীমায় ভিনদেশি জেলেদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাঠগড়ে রাস্তা ও ফুটপাত দখল, ৫ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার