বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পতেঙ্গা সমুদ্রে গোসলে নেমে প্রাণ গেলো মোঃ মেহরাজ হোসেন রাব্বি (১৫) নামের এক শিশুর। আজ শুক্রবার দুপুর তিনটায় পতেঙ্গা সৈকত এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।
রাব্বি নগরীর বায়েজিদ থানাধীন রৌফাবাদ-পাহাড়িকা আবাসিক এলাকার মোঃ আলমগীর মামুন ও রহিমা বেগমের সন্তান। ছিদ্দিক কলোনি, ২নং রোড, ছাদেকের বাড়িতে পরিবারের সাথে বসবাস করতো শিশুটি।
সমবয়সীদের সাথে শুক্রবার পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে এলে এক পর্যায় সমুদ্রে গোসল করতে নামে। তবে কিছুক্ষণ পর সমুদ্রের পানিতে তলিয়ে যায় রাব্বি। তার হদিস না পেয়ে তার বন্ধুরা এদিক সেদিক খুঁজতে থাকে। এর বেশ কিছুক্ষণ পর তার নিথর দেহ ভেসে আসে সমুদ্র সৈকতে।
পরে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহযোগিতায় উদ্ধার কা হয় মরদেহটি। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করে জানানো হয়েছে তার স্বজনদের। তার অভিভাবকরা এলে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা।