চট্টগ্রামের পতেঙ্গা এলাকার আউটার রিং রোডে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
তবে ওই নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তার লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, পতেঙ্গা থেকে এক নারী লাশ আনা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।