করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, নাগরিকদের সামাজিক নিরাপত্তার লক্ষ্যে পতেঙ্গা মডেল থানার বিট পুলিশের উদ্যোগে স্টিল মিল বাজার বিট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ছিল একযোগে মাস্ক বিতরণ, শিশুদের চকলেট বিতরণ, কার্যকরী বিট পুলিশিংয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট বিটের ভিজিটিং কার্ড বিতরণ এবং নাগরিক তথ্য ফরম বিতরণ। পরে বিট অফিসে ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিট ইনচার্জ এসআই মো. মহিউদ্দিন চৌধুরী, সহকারী বিট ইনচার্জ এএসআই মো. তসলিম হুদা, এএসআই নাসির উদ্দিন এবং বিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।