চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার নাগরিকদের সুযোগ–সুবিধা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আয়োজনে ৭ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় একটি রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক হাজী মুজিবুল হক কোম্পানির সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হুদার সঞ্চালনায় এতে অংশগ্রহন করেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়িক সংগঠন, সামাজিক সংগঠন, ছাত্র সংগঠন, পেশাজীবী সংগঠন ও ক্রিড়া সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বেকারত্ব দূরীকরণ, সরকারি হাসপাতাল নির্মাণ, সুপেয় পানির জন্য ওয়াসার লাইন স্থাপন, যানজটমুক্ত করণ, অবৈধ দোকানপাট উচ্ছেদ, বয়েজ কলেজ নির্মাণ, ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্স স্টেশন, পাবলিক লাইব্রেরী, পাবলিক শৌচাগার, খেলাধুলার মাঠ এবং মাদকমুক্ত সমাজ ব্যবস্থার জোর দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক আলী নূর, মো. ইলিয়াছ, হাজী হারুন কোম্পানি, মো. আবু জাফর, মো. লোকমান, বাহার উদ্দিন, মো. ইউছুপ, মো. ফোরকান, গিয়াস উদ্দিন, হাকিম, মো. লোকমান, হাজী নুর মোহাম্মদ, মো. ইলিয়াছ, মো. সাবের, জুয়েল, ইসমাইল হোসেন নয়ন, অনিক, সালাউদ্দিন, মমতাজ উদ্দিন, রেজাউল করিম, মোশাররফ উদ্দিন খালেদ, রফিকুল ইসলাম মোরশেদ প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা আরও বলেন, যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরকে লিখিত ভাবে জানানোর পাশাপাশি আগামীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।