পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

| শনিবার , ১ মার্চ, ২০২৫ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা কাটগড় কে স্কয়ার২ ক্লাবে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে পতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ কাউছার আলম কাইছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। এছাড়া সমাবেশে ৪০ ও ৪১নং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়। সভার শুরুতে বিএনপি নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া তার রুহে মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের পাঁচখাইন মহিউল উলুম এতিমখানার ৪২তম বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধকলাউজান বাসন্তী-সুবল স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ