কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিএনপি আয়োজিত কালো পতাকা গণমিছিলে অংশ নিতে পতেঙ্গা থানা বিএনপির এক প্রস্তুতি সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর ডা. নুরুল আবছারের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
ডা. নুরুল আবছারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ৪১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শফি মেম্বার, সহ সভাপতি জসিম উদ্দিন মিলকী, সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, যুবদল নেতা জাহেদ ইউসুফ, মোহাম্মদ হোসেন, জুয়েল রানা, কাজী জিয়াউদ্দিন, মনজুর ইসলাম লিটন, শাহজাহান, আবদুল মান্নান, শাহীনুর প্রমুখ। সভায় নেতৃবৃন্দ কালো পাতাকা মিছিলে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












