চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনালে (পিসিটি) বড় জাহাজ ভিড়ানোর ধারাবাহিকতায় দেশীয় পতাকাবাহী চারটি নতুন জাহাজ উদ্বোধন করা হয়েছে। মেঘনা গ্রুপ নতুন এই চারটি জাহাজ তাদের বহরে যুক্ত করে। এর মধ্যে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ভিড়ানো এমভি ভিক্টরিতে গতকাল উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উর রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মেঘনা গ্রুপের পরিচালক তানজিমা মোস্তফা।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকারি নীতি সহায়তার কারণে মাত্র ১১ বছরে মেঘনা গ্রুপের বহরে ২২টি জাহাজ যুক্ত হয়েছে। বিশ্বের শিপিং বাণিজ্যে বাংলাদেশের অংশীদারিত্ব রেকর্ড উচ্চতায় আসীন হতে চলেছে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী ৯৫টি জাহাজ সমুদ্রপথে পণ্য পরিবহনে নিয়োজিত রয়েছে।