প্রতিনিয়ত আবিষ্কার হচ্ছে বিভিন্ন ব্রান্ডের বাহারি সব পণ্য। তার প্রচার ও প্রসারে এবং গ্রাহক পর্যায় পৌঁছে দিতে অবশ্যই বিজ্ঞাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সম্প্রতি পণ্যদ্রব্যের নিত্যনতুন মানহীন ব্রান্ডের আবির্ভাব ঘটছে। যাদের পণ্যের গুনগতমানের রয়েছে যথেষ্ট ঘাটতি। কিন্তু মডেলরা বেশীরভাগ ক্ষেত্রেই পণ্যের গুণগতমান যাচাই না করেই সেইসব মানহীন পণ্যের বিজ্ঞাপন করে চলছে। ফলে মানুষ ওই পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তা ভোগ করে প্রতারণার শিকার হচ্ছে। অথচ সাধারণ মানুষ সদা এইসব নামীদামী মডেলদের বিশ্বাস করে। তাদের পথপ্রদর্শক মনে করেন। তাই, আমি মনে করি যে কোনো পণ্যের বিজ্ঞাপন করার আগে অবশ্যই তার পরিপূর্ণ গুণগতমান পর্যাবেক্ষণ করা উচিত। তাহলে গ্রাহক পর্যায় সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য প্রেরণ করা সম্ভব হবে এবং জনপ্রিয় মডেলরাও সাধারণ মানুষের আস্থার প্রতিদান দিতে পারবে।
মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া
শিক্ষার্থী, ফেনী সরকারি কলেজ, ফেনী