পণ্ডিত বিজন চৌধুরী ছিলেন শিল্পী তৈরির কারিগর

স্মরণানুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

আনন্দী সঙ্গীত একাডেমি আয়োজিত দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ পণ্ডিত বিজন চৌধুরীর ৮২তম জন্মদিন ও ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি চারণ অনুষ্ঠান ফুলকি চট্টগ্রাম এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি শিক্ষক প্রফেসর হোসাইন কবির। স্মৃতিচারণ ও সভায় উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠানের উদ্বোধন করেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. মো. রেয়াজুল হক। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণত সম্পাদক শিল্পী সুরজিৎ সেন। বক্তব্য রাখেন ড. অনিমেষ চক্রবর্তী, শিল্পী রাজীব দাশ, শিল্পী দিপেন চৌধুরী, রাজুদাশ গুপ্ত টিটু, আলমগীর আলম, বিশুতোষ তালুকদার প্রমুখ।
এতে বক্তারা বলেন, পণ্ডিত বিজন চৌধুরী ছিলেন শিল্পী তৈরীর কারিগর। তার কাছে শেখা বহু ছাত্র তবলা শিল্পী আজ দেশে প্রতিষ্ঠিত। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় উচ্চাঙ্গসংগীত। এতে আনন্দী সঙ্গীত একাডেমির ২৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী-উখিয়ায় ২ লাখ ৫০ হাজার ইয়াবা জব্দ ২ মহিলাসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধঅসুস্থ রোগীর মানবিক সেবায় প্রয়াস