পড়া না পারায় চন্দনাইশে হেফজখানার শিক্ষার্থীকে অমানবিক প্রহার

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৭ মে, ২০২৫ at ১০:২০ অপরাহ্ণ

চন্দনাইশের হাশিমপুর বাগিচাহাট সংলগ্ন কদম রসূল (দ.) হিফজুল কোরআন মডেল মাদরাসার এক শিক্ষার্থীকে অমানবিক প্রহার করেছে ওই মাদরাসার শিক্ষক হাফেজ নুর হাসান।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মিশকাতুল আলম রাতিফ (১০)। পূর্বের পড়া আদায় করতে না পারায় তাকে বেত্রাঘাত করে গুরুতর আহত করে বলে জানা যায়।

জানা যায়, ৬ মে (মঙ্গলবার) দুপুরে তার মা সানজুমান তাসমিন রিমু (৩০) ছেলেকে মাদরাসায় খাবার দিতে যায়। এ সময় মিশকাত কান্নাজড়িত কন্ঠে মা’কে বলার পর তার শরীরের কাপড় খুললে দেখা যায় তার শরীরে বেত্রাঘাতের চিহ্ন। তিনি সাথে সাথে মিশকাতকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে চিকিৎসা করান। পূর্বের পড়া আদায় করতে না পারায় শিক্ষক হাফেজ নুর হাসান মিশকাতের শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত ও রিয়াল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে বলে জানান তিনি।

মিশকাত দক্ষিণ জোয়ারার প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে। সে ওই মাদরাসায় হেফজ ১০ পারায় পড়ছে। এ ব্যাপারে তার মা সানজুমান তাসমিন বাদী হয়ে হাফেজ নুর হাসানকে বিবাদী করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

চন্দনাইশ থানার ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, শিক্ষক কর্তৃক মাদরাসা ছাত্রকে প্রহারের বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরামুতে কাভার্ডভ্যান কেড়ে দিল তরুণ শিক্ষকের প্রাণ
পরবর্তী নিবন্ধভারত-পাকিস্তান সংঘাত : ঢাকামুখী ৩ ফ্লাইটের পথ পরিবর্তন