বহুল প্রত্যাশার ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দেশের মানুষের হতাশা চরম আকার ধারণ করেছে। গতকাল পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে হারের পর দেশের ক্রিকেট এবং টাইগারদের প্রতি ভালোবাসা তলানিতে নেমেছে। গতকালও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের হতাশা এবং ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে দেশের মানুষের উচ্ছ্বাসের কমতি ছিল না। নানাজন নানাভাবে আশাবাদ ব্যক্ত করেছিলেন। ক্রিকেটারেরা নানাভাবে আশা জাগিয়েছিলেন দেশের মানুষের। বিসিবি এবং ক্রিকেটারদের অনেকেই বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইলালে খেলবে বলে আশা প্রকাশ করেছিল। কেউ কেউ আরো একধাপ এগিয়ে বাংলাদেশ ফাইন্যালে খেলবে বলেও মন্তব্য করেন। কিন্তু ইতোমধ্যে সব আশায় ছাই পড়েছে। গতকাল পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মন্তব্য করেছেন যে,‘বেশি প’ডর প’ডর গরি পডত গেইয়ে।’
ফেসবুকে বেশ মজার একটি কথা লিখেছেন একব্যক্তি। তিনি লিখেন, আপনি জেনে অবাক হবেন যে আজকের ম্যাচে বাংলাদেশ হারার পরেও সেমি খেলার একটা সমীকরণ এখনো অবশিষ্ট আছে। সেটা হচ্ছে যদি সেমিতে যাওয়া কোনো দল নিজেদের নাম প্রত্যাহার করে নেয়!