পটিয়ায় ৬২ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫২ কেজি পোনা অবমুক্তকরণ

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৬২টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫২ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার এ কর্মসূচির আওতায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল, কলেজ, মন্দির ও সরকারি পুকুরে মোট ৩৫২ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক কামরুজ্জামান পিন্টু। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, মৎস্য জরিপ কর্মকর্তা মাহাবুবুর রহমান, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা তপন কুমার রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বিএনপি নেতা আবছার, বুলবুল আহমেদ নান্নু, আবছার উদ্দিন, আলমগীর আলম, ওবায়দুল রিকু, গাজী মনির, জায়েদ হোসেন। বক্তারা বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের ফলে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে, স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

পূর্ববর্তী নিবন্ধসিপিবি পাঁচলাইশ থানা কমিটির সম্মেলন
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনে সনাতনী সমপ্রদায়কে পাশে চায় বিএনপি : মেয়র শাহাদাত