পটিয়ায় ৬ হাজার ইয়াবা জব্দ

২ বাইক আরোহী আটক

পটিয়া প্রতিনিধি | বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে ২ জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। এসময় ৫ হাজার ৮শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকার আবুল বশরের পুত্র মো. রুবেল (২৭) ও লক্ষ্মীপুর জেলার কমলনগর এলাকার মুজিবুল্লাহ’র পুত্র ওসমান গণি (৪৫)। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

পূর্ববর্তী নিবন্ধছদরুল উলা মাইজভাণ্ডারী ট্রাস্টের ছেমা মাহফিল
পরবর্তী নিবন্ধপতেঙ্গা বিট পুলিশের উঠান বৈঠক