মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারকালে ২ জনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ। এসময় ৫ হাজার ৮শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকার আবুল বশরের পুত্র মো. রুবেল (২৭) ও লক্ষ্মীপুর জেলার কমলনগর এলাকার মুজিবুল্লাহ’র পুত্র ওসমান গণি (৪৫)। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।